খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এলাকায় এক লাখ ৭২ হাজার ৩৭০ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ আয়োজিত ইপিআই কর্মসূচির আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পালন উপলক্ষে আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে নগর স্বাস্থ্য ভবনের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ পালিত হবে। খুলনায় এই ক্যাম্পেইন (টিসিভি) দুই ধাপে চলবে। প্রথম দুই সপ্তাহ (১২-৩০ অক্টোবর)। শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে। পরবর্তী দুই সপ্তাহ (১-১৩ নভেম্বর)। কমিউনিটি ও নিয়মিত কেন্দ্রে টিকা প্রদান করা হবে। কেসিসি এলাকায় ৫৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনে ৯ মাস থেকে...