গত মে মাসে রাজশাহীতে হয়েছিল বাংলাদেশ হাইপারফরম্যান্স দল ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের একদিনের ম্যাচের সিরিজ। রাজশাহীর দর্শকেরা এবার আরেকটি বিদেশি দলের সিরিজ উপভোগ করতে পারবেন। সেই স্বাদ পাবেন এবার বগুড়ার দর্শকেরাও। উত্তরের দুই শহরে হবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ। আফগান যুবাদের বাংলাদেশ সফরের সূচি অনুযায়ী, পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে তারা ঢাকায় আসবে ২৫ অক্টোবর। সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে, ২৮ ও ৩১ অক্টোবর। সিরিজের বাকি তিন ম্যাচ আয়োজন করবে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম (আগের নাম শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম), ৩, ৬ ও ৯ নভেম্বর। সিরিজটিতে চোখ রেখে রাজশাহীতে প্রস্তুতি নিচ্ছে সারছে বাংলাদেশের যুবারা। চলতি জাতীয় লিগ টি-টোয়েন্টিতে রাখা হয়নি তাদের। আগামী বছরের যুব বিশ্বকাপের জন্য তৈরি হওয়ার পথচলায়...