মাকে উপহার হিসেবে ঢাকা ব্যাংকের শেয়ার দিয়েছেন মির্জা ইয়াসির আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ছেলে তিনি। আজ বুধবার (৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে। তথ্য অনুযায়ী, ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তার মা আফরোজা আব্বাসকে তিন কোটি ১৩ লাখ শেয়ার উপহার হিসেব দিয়েছেন। যার বাজারমূল্য প্রায় ৩৬ কোটি টাকা। এর আগে গত রোববার ডিএসইর মাধ্যম মাকে উল্লেখিত পরিমাণ শেয়ার দেওয়ার ঘোষণা দেন মির্জা ইয়াসির আব্বাস। অপরদিক আজ বুধবার ঢাকা ব্যাংকের আরেক পরিচালক রুকসানা জামান তার স্বামী এটিএম হায়াতুজ্জামান খানকে ৪৬ লাখ শেয়ার উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত জানান। এটিএম হায়াতুজ্জামান ব্যাংকটির একজন উদ্যোক্তা। আজকের শেয়ার দর ১১ টাকা ৩০ পয়সা হিসেবে উপহারের এই শেয়ারের দাম হবে পাঁচ কোটি ১৯ লাখ ৮০ হাজার...