দ্বিতীয় দফায় বিসিবি সভাপতি নির্বাচিত হয়ে আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, আল্টিমেটাম দেওয়া ক্লাবগুলোর জন্য আলোচনার দুয়ার খোলা। তবে বোর্ডপ্রধানের সেই প্রস্তাবের কথা জেনে সংবাদ সম্মেলনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান বললেন , “আলোচনার তো কিছু নেই। নির্বাচনই তো আমরা মানছি না…উনার এখন বলার কিছু নেই, অবৈধ সভাপতি।” গুলশানের একটি হোটেলে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনটি আয়োজন করে ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন (ডিসিসিওএ)। বিসিবি নির্বাচনে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও সরকারের হস্তক্ষেপের নানা অভিযোগে গত শনিবার এক সংবাদ সম্মেলনে এই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছিল, নির্বাচন পিছিয়ে সুষ্ঠভাবে আয়োজন করা না হলে ঢাকার লিগ ক্রিকেট বর্জন করবে ক্লাবগুলি। ৪৮টি ক্লাব এই দাবিতে একমত বলে জানানো হয়েছিল তখন। নির্বাচন হয়ে যাওয়ার দুদিনের মাথায় আগের সেই ঘোষণা বাস্তবায়নের কথাই জানানো হলো তাদের পক্ষ থেকে। ক্লাবগুলির...