ঢাকা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি রাশিয়ার হাতে—এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (৮ অক্টোবর) প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে চলমান যুদ্ধে মস্কোর অগ্রগতি ও সাফল্যের কথা তুলে ধরেন প্রেসিডেন্ট পুতিন। ভাষণে তিনি দাবি করেন, চলতি বছরে ইউক্রেনের প্রায় ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা রাশিয়া দখলে নিয়েছে। এতে করে এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।পুতিন আরও দাবি করেন, ইউক্রেনীয় বাহিনী ফ্রন্টের সব সেক্টর থেকেই পিছু হটছে। মস্কোর একের পর এক আক্রমণে তারা বিপর্যস্ত বলেও জানান তিনি।অপরদিকে ইউক্রেন জানিয়েছে, গত একদিনে রাশিয়ান বাহিনী ১১৬টি আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের ওপর হামলা করেছে। এর মধ্যে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী...