২০০৫ সালের গোল্ডেন গ্লোবে রবিন উইলিয়ামস বিশ্বকে পরিচয় করিয়ে দিয়েছিলেন তার তিন কন্যার সঙ্গে। এবার তার মেজো মেয়ে মুখ খুললেন প্রয়াত বাবার জন্য। দুই দশক আগে সিসিল বি ডেমিল অ্যাওয়ার্ড গ্রহন করার সময় বড় ও ছোট মেয়ের সম্পর্কে যথাক্রমে বলেছিলেন ‘নিনজা পোয়েট’, ও ‘লোকজনের সিনট্যাক্স সারাই করার দোকান খুলবে’। লাজুক মেজো মেয়ে জেল্ডার প্রতিভা নিয়ে তেমন কিছু বলেননি তিনি। এবার প্রয়াত বাবাকে নিয়ে তৈরি করা এআইনির্ভর বিভিন্ন ভিডিওর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছেন অভিনেতা ও কমেডিয়ান রবিন উইলিয়ামসের মেয়ে জেল্ডা উইলিয়ামস। সোমবার এক ইনস্টাগ্রাম স্টোরিতে জেল্ডা লিখেছেন, “দয়া করে বাবাকে নিয়ে তৈরি করা এআই ভিডিও আমাকে পাঠানো বন্ধ করুন। ভাববেন না আমি এগুলো দেখতে চাই বা বুঝতে পারব, আমি বুঝতে পারি না, আর পারবও না। আপনার উদ্দেশ্য যদি কেবল আমাকে বিরক্ত...