তরুণ পরিচালক সাকিব ফাহাদের সোলজার চলচ্চিত্রে অভিনয় করছেন তৌকীর আহমেদ। তবে কোন চরিত্রে অভিনয় করছেন, এখনই তা খোলাশা করতে চাইলেন না তিনি। গতকাল তৌকীর আহমেদ একটি জাতীয় দৈনিককে জানান, দুই–তিন বছর পর সিনেমায় কাজ করছেন। চরিত্রটি পছন্দ হওয়ায় কাজটির সঙ্গে যুক্ত হয়েছেন। গত রোববার থেকে শুটিংয়ে যোগ দেন তৌকীর। বলেন, সিনেমার শুটিংয়ে ফিরে খুবই ভালো লাগছে। আশা করছি ভাল কিছু হবে।’ সোলজার সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, বিপরীতে তানজিন তিশার থাকার কথা শোনা যাচ্ছে। সিনেমায় তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকের অভিনয়ের কথা রয়েছে। সিনেমাটোগ্রাফির দায়িত্বে আছেন কামরুল হাসান। সিনেমাটির বিষয়বস্তু নিয়ে শাকিব খানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে নির্মাতা ফাহাদ বলেন, ‘আমরা দেশপ্রেম নিয়ে একটা গল্প করার চেষ্টা করছি। বর্তমান সময়ের মানুষের মধ্যে যে সামগ্রিক ভাবনা,...