একটা সময়ে ক্রিকেট বিশ্বে রাজত্ব ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। আরও সহজ করে বললে বিশ্বকাপের ইতিহাসে তারাই প্রথম দুই আসরের শিরোপা জয়ী দল। ১৯৭৫ এবং ১৯৭৯ সালের বিশ্বকাপে পরপর দুটি শিরোপা জিতে নেয় উইন্ডিজ। ক্রিকেট বিশ্বে রাজত্ব করা এই দলটি এখন বিশ্বকাপের মতো আসরে বাছাই পর্বের বাঁধা টপকাতে পারছেনা। পারফরম্যান্সের গ্রাফটা নিম্নমূখী। বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে ৪ অক্টোবর আহমেদাবাদে প্রথম টেস্টে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ও ১৪০ রানে হারের পর। এমন লজ্জাজনক হারের জন্য ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ ‘অবকাঠামোগত সমস্যা’ এবং ধারাবাহিকভাবে ‘আর্থিক সমস্যা’র কথা বলেছেন। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এবং সাবেক অধিনায়ক ব্রায়ান লারাও মেনে নিলেন। গত মঙ্গলবার মুম্বাইয়ে উইন্ডিজের ইনিংস পরাজয় নিয়ে লারা বলেন, ‘কোনো কিছু করতে চাইলে সেটা করার সামর্থ্য থাকতে হবে। এটা গুরুত্বপূর্ণ অংশ।...