টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ধবলধোলাই করার পুরস্কার পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির সাপ্তাহিক র্যাংকিং হালনাগাদে বড় ধরনের সুখবর পেয়েছেন নাসুম আহমেদ, সাইফ হাসান, শরীফুল ইসলামসহ একাধিক তারকা।নাসুম ও সাইফ নিজ নিজ বিভাগে ক্যারিয়ারসেরা র্যাংকিং অর্জন করেছেন। সিরিজে ৫ উইকেট শিকার করে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া স্পিনার নাসুম আহমেদ বোলারদের র্যাংকিংয়ে ৮৭ ধাপ লাফ দিয়েছেন। তার নতুন অবস্থান এখন ৪৪তম, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ। উন্নতি হয়েছে সতীর্থ পেসার তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলামেরও। বাঁহাতি পেসার শরিফুল ২১ ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের রস্টন চেজের সঙ্গে যৌথভাবে ৪৯তম স্থানে উঠে এসেছেন। অন্যদিকে, তানজিম সাকিব ৯ ধাপ এগিয়ে এখন ৩৩ নম্বরে অবস্থান করছেন। বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে থাকা মোস্তাফিজুর রহমানের অবস্থান ১২তম। বোলারদের র্যাংকিংয়ের চূড়ায় আছেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী এবং ৬...