তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার মিশন ওয়ানডে সিরিজ। যার প্রথমটিতে আজ বুধবার (৮ অক্টোবর) মাঠে নামবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ওয়ানডে সংস্করণটা বাংলাদেশের প্রিয় সংস্করণ। বাংলাদেশের ক্রিকেটে যতটুকু সফলতা তার সবটুকুই এই সংস্করণে। কিন্তু সাম্প্রতিক সময়ের প্রিয় ফরম্যাট ওয়ানডের রঙিন পোশাকে রং হারিয়েছে বাংলাদেশ। বিপরীতে বিশ্বক্রিকেটে নিজের অপ্রতিরোধ্য হিসেবে তুলে ধরছে আফগানরা। এমন অবস্থায় দুই দল মাঠে নামার আগে অনেক সমর্থকের মনে প্রশ্ন ওঠছে মুখোমুখি পরিসংখ্যানে কারা এগিয়ে, বাংলাদেশ নাকি আফগানিস্তান? সেই প্রশ্নের উত্তর অবশ্য স্বস্তিদায়ক বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য। পরিসংখ্যান বলছে, ওয়ানডেতে এখন পর্যন্ত মোট ১৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর আফগানিস্তান। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ১১টি ম্যাচে। বিপরীতে আটটিতে জিতেছে আফগানরা। তবে সিরিজের হিসাবে কেউ কাউকে ছাড়িয়ে যেতে পারছে...