গত ফেব্রুয়ারিতে সবশেষ ওয়ানডে খেলে আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে তারা।বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়া বাশির আহমাদের এবার ওয়ানডেতেও অভিষেক হচ্ছে। বাঁহাতি এই পেসার এখন পর্যন্ত ৫টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন।একাদশে ফিরেছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার নানগেয়ালিয়া খারোটে এবং রহস্য স্পিনার এএম গাজানফার।সবশেষ ওয়ানডের একাদশ থেকে বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার গুলবাদিন নাইব, বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমাদ ও পেসার ফাজালহাক ফারুকি। এই তিনজনের কেউই নেই বাংলাদেশ সিরিজের দলে।আফগানিস্তান একাদশ:রাহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রেহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবি, রাশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, বাশির আহমাদ। গত ফেব্রুয়ারিতে সবশেষ ওয়ানডে খেলে আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন...