ত্রয়োদশ সংসদ নির্বাচনের আর তিন মাস বাকি থাকায় এখনই থেকেই সবকিছু নির্বাচন কমিশনের ‘নিয়ন্ত্রণে থাকা উচিত’ বলে মনে করছে বিএনপি। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে এ কথা তুলে ধরেছে দলটি। বুধবার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। ঘন্টাব্যাপী বৈঠকের পর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “নির্বাচনের তিন মাস আছে। এখন থেকে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যেটা থাকে, সেটা আলোচনায় এসছে যে এখন থেকে হওয়া উচিত। ‘‘কারণ একবার বির্তকিত হয়ে গেলে সেটা সমস্যা হয় এজন্য এখন থেকে সরকারের যেসব সিদ্ধান্ত আসছে...