কক্সবাজার: রামুর বাঁকখালী নদীতে জাহাজ ভাসা উৎসবে ধর্ম উপদেষ্টা ড: আ ফ ম খালিদ হোসেন বলেন, এই জাহাজ ভাসা উৎসব ধর্মীয় সম্প্রীতি সমৃদ্ধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করে।তিনি আরও বলেন, এমন উৎসব সর্বস্তরের মানুষকে একত্রিত করে এবং এর মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষিত হয়।মঙ্গলবার বিকালে কক্সবাজারের রামু বাঁকখালী নদীতে জাহাজ ভাসা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ, সাবেক প্রধান মন্ত্রী খালেদার জিয়ার উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।এতে, বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার মো. সাইফুদ্দিন শাহীন ও কেন্দ্রীয় বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল।উপদেষ্টা খালিদ হোসেন উল্লেখ করেন, এই উৎসব শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং অন্যান্য ধর্মাবলম্বীরাও এতে অংশ নেন, যা তাদের...