বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে ৩৮টি ক্লাব সব ধরনের ঘরোয়া ক্রিকেট থেকে নিজেদের প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের ছয়টি ক্লাবও। বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংশ্লিষ্ট ক্লাবগুলোর প্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, সংগঠক মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু এবং আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। রাজধানীর গুলশানের একটি হোটেলে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গেনাইজার আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান ও ক্রীড়া সংগঠক আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানের মতো সংগঠকরা উপস্থিত ছিলেন। মোহামেডানের কর্মকর্তা মাসুদুজ্জামান লিগ বর্জনের ঘোষণা দিয়ে বলেন, ‘আমরা দেশে অনেক রকমের নির্বাচন দেখেছি আগে রাতের ভোট দেখেছি, দিনের ভোট দেখেছি, কারচুপি দেখেছি। সেসব কিছু ছাপিয়ে গেছে গত ৬ তারিখের নির্বাচন। আপনারা সাংবাদিকরা দেখেছেন...