খাগড়াছড়ি: জেলায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন। জেলা সদরসহ নয় উপজেলার পেশাজীবী সাংবাদিকরা এতে অংশ নেন।“সাংবাদিকদের নিরাপত্তা চাই—স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা চাই” এই স্লোগান কে সামনে রেখে অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা বিভিন্ন মহল থেকে নানা ধরনের হুমকি, ভয়ভীতি এবং হয়রানির সম্মুখীন হচ্ছি। এ ধরনের চাপ সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনকে বাধাগ্রস্ত করছে।বক্তারা জোর দিয়ে বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ দুর্বল হয়ে...