মা ইলিশ রক্ষায় কোস্টগার্ড, নৌপুলিশের পাশাপাশি অভিযানে নেমেছে নৌবাহিনী। আজ বুধবার সকালে বরিশালের কীর্তনখোলা নদী থেকে শুরু হয় অভিযান। নৌবাহিনীর জাহাজ বানৌজা পদ্মার সদস্যরা এই অভিযান পরিচালনা করে। এসময় বানৌজা পদ্মার কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাফিউর রহমান জানান, বরিশালের ৯ জেলায় নৌবাহিনীর ১৭টি যুদ্ধজাহাজ এই অভিযানে অংশ নেবে। সরকারি নির্দেশনা অনুযায় আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এ অভিযান। এদিকে, রাত থেকে ৩ জেলায় অভিযান চালিয়ে ৩৯ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে...