বিসিবি নির্বাচন স্থগিত না করা ও অবৈধভাবে ক্ষমতা দখল করায় সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে ঢাকার ৪৮টি ক্লাব। বুধবার (০৮ অক্টোবর) রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্লাবগুলো। বিসিবি নির্বাচন থেকে সরে যাওয়ার পর তামিম ইকবাল আড়ালে ছিলেন। আজকের সংবাদ সম্মেলনে তিনিও হাজির হয়ে লিগ বর্জনের সিদ্ধান্তে একাত্মতা জানিয়েছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান বলেছেন, ‘‘আমরা একই কথা বারবার বলে ক্লান্ত। আমাদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে ৬ তারিখের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে। এই বয়সে আমরা বহু বিতর্কিত নির্বাচন দেখেছি, রাতের ভোট এবং দিনে কারচুপি দেখেছি। সব কিছুকে ছাপিয়ে সবার সামনেই এবারের ভোট হলো। আমরা সুষ্ঠু ভোট চেয়েছিলাম। আমাদের কথা যেহেতু তাদের কানে পৌঁছায়নি, সেজন্য আমরা আসন্ন সব প্রতিযোগিতা বর্জন করব।’’আরো পড়ুন:বিসিবির পরিচালক নির্বাচনে আর্থিক লেনদেনের অভিযোগসর্বসম্মতিক্রমে বিসিবি সভাপতি আমিনুল...