বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের কাছে যুবদল পরিচয়ে চাঁদা আদায় করা হয়েছে এমন একটি খবর ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে দেলোয়ার হোসেনের দুই নাতি। সাবেক বিএনপি মহাসচিবের নাতি আলভী ও অর্ভিল জানান, তাদের দাদা খন্দকার দেলোয়ার হোসেন ছিলেন বিএনপির সাবেক মহাসচিব ও বাবা খন্দকার আবদুল হামিদ ডাবলু ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য। সম্প্রতি দেলোয়ার হোসেনের পরিবারের কাছে যুবদল পরিচয়ে চাঁদা আদায়- এমন একটি খবর গণমাধ্যম মারফত ছড়িয়ে পড়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে মগবাজার এলাকার কথা। কিন্তু প্রকৃত বিষয় হলো, মগবাজারে খন্দকার পরিবারের কোনো বাড়ি নেই। যা আছে আরমানিটোলা ও মানিকগঞ্জে। বিষয়টি খন্দকার পরিবারের জন্য অপমানজনক জানিয়ে প্রয়াত বিএনপি মহাসচিবের এই দুই নাতি বলেন, এটা অপপ্রচার। আর এটা চালাচ্ছে আমাদের বাবার তৃতীয় স্ত্রী তানজিন হামিদ...