পেখম মেলা ময়ূরের ভেসে যাওয়া, পঙ্খিরাজ ঘোড়া কিংবা হাতির এদিক-ওদিক ছোটাছুটি, আর নাগরাজ বীরদর্পে নদীর বুকে ভেসে চলা-প্রাণহীন কল্প জাহাজ যেন হয়ে ওঠে জীবন্ত শিল্পকর্ম। কক্সবাজারের রামুতে মঙ্গলবার বিকেলে কল্প জাহাজ ভাসা ও ফানুস উৎসবে এমন দৃশ্য দেখা গেছে। শত বছরের পুরোনো এই উৎসব পরিণত হয়েছিল এক প্রাণের মিলনমেলায়। যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে অংশ নেয় হাজারো মানুষ। যা পরিণত হয় সাম্প্রদায়িক সম্প্রীতির বড় উদাহরণ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মহামতি বুদ্ধকে উদ্দেশ্য করে এসব প্রতীকী জাহাজ ভাসানো হয়। নদীতে ভাসানো হয় দৃষ্টিনন্দন কারুকাজে তৈরি ৭টি জাহাজ। প্রতিটি জাহাজ তৈরি করতে সময় লাগে প্রায় এক মাস। দশর্ণাথীরা বলেন, ‘আমাদের পূর্বপুরুষেরা এই উৎসব শুরু করেছেন। শত বছর ধরে এটা চলছে। আমরা চাই নতুন প্রজন্মও যেন এই ঐতিহ্যকে বুকে ধারণ করে।’ শতবছর ধরে...