চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে পাঁচ পদে মোট ১৯ কর্মকর্তা–কর্মচারী নিয়োগ দেবে। ৩ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। পূর্ণকালীন স্থায়ী এসব পদে আগ্রহী প্রার্থীরা আগামীকাল বৃহস্পতিবারের (৯ অক্টোবর) মধ্যে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা লিখিত আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে পারবেন। অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রামের অনুকূলে ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৪ নম্বর পদের জন্য ১৫০ টাকা ও ৫ নম্বর পদের জন্য ১০০ টাকার ব্যাংক ড্রাফট করতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রসিদ অবশ্যই পাঠাতে হবে। পরিচালক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে পারবেন। খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ...