আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার ওয়ানডের লড়াইয়ে নামছে বাংলাদেশ। এই সিরিজে মাঠের লড়াইয়ে জয় তুলে নেওয়া যেমন মূল লক্ষ্য বাংলাদেশের, তেমনি নিজেদের মধ্যেও লড়াই হবে বেশ। টি-টোয়েন্টির বাংলাদেশ একাদশ পুরোপুরি না হলেও দুয়েকটা জায়গা ছাড়া গোটা বেশ ধাতস্থ, নিজেদের ভূমিকাটাও সবার কাছে বেশ পরিষ্কার। তবে পরিবর্তনের মধ্য দিয়ে যেতে থাকা ওয়ানডে দল অবশ্য তেমন থিতু নয়। অনেকগুলো জায়গা নিয়ে, খেলোয়াড়দের ভূমিকা এখনও পরিষ্কার নয়। ওপেনিংয়ে আজ সুযোগ পেতে পারেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। টেস্ট আর টি-টোয়েন্টির পর সাইফের ওয়ানডে অভিষেক হবে আজ। টি-টোয়েন্টির ফর্মটা তারা ওয়ানডেতেও টেনে আনবেন, আশা করা হচ্ছে এমনই। নাজমুল হোসেন শান্ত বহু দিন ধরে খেলছেন তিন নম্বরে, আজও সেখানেই খেলবেন, তা নিয়ে তেমন সন্দেহ নেই। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বোলিংয়ে ভূমিকা যেমন পরিষ্কার,...