চট্টগ্রাম: হাটহাজারীর মদুনাঘাটে আব্দুল হাকিম (৫৫) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বাংলানিউজকে বলেন, হাটহাজারীর মদুনাঘাটে আব্দুল হাকিম হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।জিজ্ঞাসাবাদে আটক চারজন জড়িত কিনা তা জানার চেষ্ঠা চলছে। তিনি আরও বলেন, এখনো মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে বুধবার (আজ) হাটহাজারী থানায় মামলা করতে আসবে বলে জানিয়েছেন। এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে আব্দুল হাকিমকে প্রকাশ্যে গুলি করা হয়। গুলিবিদ্ধ হাকিমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া...