‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন পর্বের মুক্তির দিন জানা গেল। জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকের পঞ্চম সিজনের নতুন পর্ব (৩৩-৪০) ৯ অক্টোবর বঙ্গতে মুক্তি পাবে। এবারের পর্বগুলোর মূল আকর্ষণ—‘নেহাল’ চরিত্রের প্রত্যাবর্তন এবং ‘শিমুল’-কে ঘিরে ঘনীভূত রহস্য, যা এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।আরো পড়ুন:দিতিপ্রিয়ার অস্ত্রোপচারকোটির ঘরে ১০০ নাটক! ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের এবারের গল্প আবর্তিত হচ্ছে দুটি বড় প্রশ্নকে কেন্দ্র করে। কেন ফিরে এলেন নেহাল? তার এই আকস্মিক প্রত্যাবর্তন কী ব্যাচেলরদের জীবনে নতুন কোনো ঝড় নিয়ে আসবে? কাবিলা, পাশা, হাবু ভাইদের সঙ্গে তার সম্পর্কের পুরোনো সমীকরণ কি এবার বদলে যাবে? এসব প্রশ্নের উত্তর জানতে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অন্যদিকে, নেহালের প্রত্যাবর্তন আনন্দের হলেও দর্শকদের মনে একটাই প্রশ্ন—শিমুল কোথায়? কবে ফিরবে সে? এ প্রসঙ্গে পরিচালক কাজল...