০৮ অক্টোবর ২০২৫, ০৩:৪২ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৪:০২ পিএম ফিলিস্তিনের গাজায় চলমান সহিংসতার পটভূমিতে মিসরে ইসরায়েল ও হামাসের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনার খবর এসেছে। হামাস চায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার আলোকে ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ করবে এবং সেনা পুরোপুরি প্রত্যাহার করবে। আলোচনার মাধ্যমে তারা চাইছেন গাজায় নতুন কোনো যুদ্ধের ভয় তৈরি না হোক এবং দখলদার বাহিনী চূড়ান্তভাবে সেনা সরিয়ে নিক। গতকাল মঙ্গলবার মিসরের পর্যটন শহর শার্ম-আল-শেখে এই আলোচনার দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয়। বিষয়টি প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে গাজায় চলমান দুই বছরের যুদ্ধের পরিপ্রেক্ষিতে। হামাসের পক্ষ থেকে জোর দেওয়া হয়েছে, তারা যুদ্ধের অবসান এবং দখলদার সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তা চায়। এছাড়া, ট্রাম্পের পরিকল্পনায় হামাসকে নিরস্ত্র করার শর্তের প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের অস্ত্র কেড়ে নেওয়ার...