বাংলাদেশের সবচেয়ে বড় তারকা শাকিব খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার আসন্ন চলচ্চিত্র ‘সোলজার’-এর প্রথম ঝলক বা গ্লিমস প্রকাশের পর থেকেই সোশাল মিডিয়া যেন উত্তাল। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও— কিন্তু সেই কয়েক সেকেন্ডেই শাকিব খান যেন আবার নতুন করে জয় করেছেন দর্শকের হৃদয়। ‘সোলজার’-এর গ্লিমসে শাকিবকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক রূপে। গত ৩/৪টি সিনেমার বিধ্বংসী লুক পেরিয়ে এবার তিনি যেন আরও বাস্তব, আরও সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠেছেন! বিশেষ করে শাকিবের চিৎকার দেওয়ার মুহূর্তটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সেই ভিডিও। মাত্র কয়েক ঘণ্টায় শাকিব খানের অফিসিয়াল পেজে ভিউ ছাড়িয়ে যায় দেড় মিলিয়ন! বাংলা চলচ্চিত্রপ্রেমীরা বলছেন, এমন লুকে শাকিবকে দেখে তারা সত্যিই চমকে গেছেন। বেশিরভাগ মন্তব্যই এসেছে ভীষণ ইতিবাচক। চলচ্চিত্র বিষয়ক...