পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওরাকজাই জেলায় এক গোয়েন্দা অভিযানে সশস্ত্র জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর ১১ জন সদস্য নিহত হয়েছেন। নিহতদের এর মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন মেজর রয়েছেন। এ ঘটনায় পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে কার্যক্রম চালানো নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ১৯ জঙ্গিও নিহত হয়েছে। এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বুধবার (৮ অক্টোবর) ভোরে আফগানিস্তানের সীমান্তসংলগ্ন ওরাকজাই জেলায় এক গোয়েন্দা অভিযানের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ আরিফ (৩৯) ও মেজর তায়েব রাহাত (৩৩)। নিহতদের মধ্যে আরও রয়েছেন— নায়েব সুবেদার আজম গুল (৩৮), নায়েক আদিল হুসাইন (৩৫), নায়েক গুল আমির (৩৪), ল্যান্সনায়েক শের খান (৩১), ল্যান্সনায়েক তালিশ ফারাজ (৩২), ল্যান্সনায়েক ইরশাদ হুসাইন (৩২),...