ছন্দে আছেন সাইফ হাসান। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস সিরিজে দলে ফেরার পর থেকে ধারাবাহিকভাবে রান করেছেন সাইফ। এশিয়া কাপে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করার পর আফগানিস্তান সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও পেয়েছেন ফিফটি। এর প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। ক্যারিয়ারের প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষ ২০–এ ঢুকেছেন সাইফ। ১৭ ধাপ এগিয়ে সাইফ উঠে এসেছেন ১৮ নম্বরে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সাইফই এখন সবার ওপরে। শুধু সাইফ নন, টপ অর্ডারের অন্য দুই ব্যাটসম্যান তানজিদ হাসান ও পারভেজ হোসেনেরও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। তানজিদ ৪৩তম স্থান থেকে উঠে এসেছেন ৩৭ নম্বরে, আর পারভেজ হোসেন ৭১তম থেকে ৫৩তম স্থানে উঠেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা টিম রবিনসন ৫৮ ধাপ এগিয়েছেন, তিনি আছেন ২২ নম্বরে। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে অভিষেক শর্মাই আছেন। বাংলাদেশ সিরিজে ৩...