টানা হতাশা থেকে বিশ্বজয়ের গল্প। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এবং চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ জয় ছিল রোহিত শর্মার অধিনায়কত্বের সোনালি অধ্যায়।২০২২ সালে বিরাট কোহলির জায়গায় সব ফরম্যাটের অধিনায়ক হন তিনি। তার সঙ্গে দায়িত্ব নেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়, যিনি রবি শাস্ত্রীর উত্তরসূরি হিসেবে দায়িত্বে আসেন ২০২১ সালের ব্যর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। সম্প্রতি এক অনুষ্ঠানে রোহিত জানিয়েছেন, একের পর এক ব্যর্থতার পর ভারতীয় দল নিজেদের চিন্তাধারায় পরিবর্তন আনে। মানসিকতার সেই বদলই এনে দেয় সাফল্য। রোহিত বলেন, ‘এটা এক বা দুই বছরের কাজ ছিল না। আমরা একাধিকবার খুব কাছাকাছি গিয়েও ট্রফি জিততে পারিনি। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল এবং ২০১৬ সালের সেমিফাইনাল, দুইবারই ভাগ্য আমাদের পক্ষে ছিল না। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নিই কিছু আলাদা করতে হবে। এক-দুজন খেলোয়াড় দিয়ে এটা সম্ভব না,...