০৮ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৪:০২ পিএম পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় সেনাবাহিনীর ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় ৯ জন সেনাসদস্য এবং ২ জন কর্মকর্তা নিহত হয়েছেন। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় সূত্র জানাচ্ছে, এটি একটি পরিকল্পিত অ্যামবুশ হামলা ছিল, যা নিষিদ্ধ ইসলামপন্থি রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি) পরিচালনা করেছে। হামলার ঘটনা ঘটেছে আজ বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকালে খাইবার পাখতুনখোয়ার কুররম ও পার্শ্ববর্তী জেলা ওরাকজাইয়ের সংযোগ সড়কে। পুলিশ জানিয়েছে, টিটিপির সন্ত্রাসীরা আগেই ওই এলাকায় অবস্থান নিয়েছিল। সেনাবাহিনীর গাড়ি বহর সেখানে পৌঁছাতেই তারা গুলিবর্ষণ শুরু করে। কিছুক্ষণের মধ্যে সড়কে স্থাপন করা একটি বোমা বিস্ফোরিত হয়, যার ফলে বহরের একটি গাড়ি উড়ে যায়। দুই কর্মকর্তা সেই গাড়িতে ছিলেন, অন্য গাড়িতে থাকা সেনারা...