চলচ্চিত্রে এসেছিলেন ভিলেন হয়ে। এরপর হয়ে যান নায়ক! বলছি প্রয়াত চিত্রনায়ক জসিমের কথা। একসময়ের তুমুল জনপ্রিয় এই চলচ্চিত্র অভিনেতার মৃত্যুদিন ৮ অক্টোবর। বৃহস্পতিবার ২৭ বছর পূর্ণ হলো জসিম নেই। তবে শারীরিকভাবে না থাকলেও বাংলার হাজারও দর্শক, ভক্ত অনুরাগীদের মনে বেঁচে আছেন এই চিত্রনায়ক। তাইতো তাকে স্মরণ করে আজও সোশাল মিডিয়ায় তার সিনেমা নিয়ে কথা বলতে দেখা যায় এই প্রজন্মকে। ১৯৯৮ সালের আজকের এই দিনে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যাওয়া এই অ্যাকশন হিরোর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চলচ্চিত্রপ্রেমীরা যেমন স্মরণ করছেন, তেমনি প্রবীন নবীন প্রজন্মের শিল্পীরাও তাকে প্রতি বছর স্মরণ করে। জসিম তার সমকালে একমাত্র নায়ক, যিনি একাধারে অ্যাকশন দৃশ্য করে হাততালি কুড়িয়ে নিতেন আবার ইমোশনাল দৃশ্যে দর্শকদের আবেগে জড়াতেন। নীরবে অশ্রুবিয়োগের জন্য তার অভিনয় ছিলো সাবলীল। দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’ সিনেমাতে...