টানা ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে বগুড়ার ধুনট উপজেলার শহড়াবাড়ীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বুধবার সকালে কয়েক মিনিটের ব্যবধানে শহড়াবাড়ী খেয়াঘাটের বিশাল বটগাছসহ কয়েকটি দোকান ঘর নদীতে বিলীন হওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড-পাউবো। ভাঙন ঠেকাতে নদীতে জিও ব্যাগ ফেলে হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড বগুড়ার উপ-বিভাগীয় প্রকৌশলী সোহেল রানা। তিনি বলেন, “গত দুই দিনে নদীর পানি ৯৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। আশা করি দু-দিনের মাথায় পানি কমবে।” সরেজমিনে দেখা যায়, যমুনার প্রবল স্রোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দক্ষিণ পাশে ভাঙনের তীব্রতা বেড়েছে। খেয়াঘাটসহ ফসলি জমি ভাঙছে। খেয়াঘাট থেকে সব ব্যবসা প্রতিষ্ঠান সরে নিয়ে গেলেও কিছু দোকান নদীতে বিলীন হয়ে গেছে। আতঙ্কে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেওয়া মানুষ। দুই দিনে নদীর...