নারায়ণগঞ্জের রূপগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ছবি আপত্তিকরভাবে এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে রাতুল তালুকদার (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় রাতুল তালুকদারকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গ্রেফতার রাতুল কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার নথের পেটুয়া এলাকার শাহিন তালুকদারের ছেলে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মুড়াপাড়া কলেজ মাঠ থেকে তাকে পুলিশে সোপর্দ করে শিক্ষার্থীর স্বজনরা। এ ঘটনায় শিক্ষার্থীর চাচা নজরুল ইসলাম মফিজ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। নজরুল ইসলাম মফিজ জানান, তিনি পুরো পরিবার নিয়ে উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় বসবাস করেন। তার ভাতিজী স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে লেখাপড়া করছে। কিছুদিন আগে রাতুল তালুকদার নামে এক যুবকের সাথে সোশ্যাল মিডিয়ায় তার পরিচয় হয়। এরপর রাতুল তালুকদার কৌশলে তার...