আমাদের যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারে তো আমরা এখনও কোথাও ফেইল করিনি বলে জানিয়েছেন পরিবেশ এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সবকিছু মিলে রাজনীতি কোন দিকে যাচ্ছে, নির্বাচন কি আসলে হবে? সেদিকে কি সরকার এগোচ্ছে না কি, এমন প্রশ্নের জবাবে পানি সম্পদ উপদেষ্টা বলেন আমি মনে করি যে, পরিস্থিতি একদমই স্থিতিশীল আছে। শুধু যে অন্তর্বর্তী সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তা না। সব রাজনৈতিক দলও ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে তাদের কার্যক্রম শুরু করেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এইখানে আর কোন প্রশ্নবোধক চিহ্ন তোলার আর কোন সুযোগ বা অবকাশ আছে বলে আমরা মনে করছি না। তিনি বলেন, দ্বিতীয়ত হচ্ছে সংস্কার বিচার এগুলো চলমান প্রক্রিয়া। বিচারের গতিতে...