চীন ও মালয়েশিয়া চলতি মাসে একটি যৌথ সামরিক মহড়া পরিচালনা করবে। মহড়াটির মূল লক্ষ্য হবে দুর্যোগ ব্যবস্থাপনা ও জলদস্যু দমনসহ মানবিক সহায়তা প্রদান। এমন তথ্য জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই নিয়মিত মহড়াটি চীনের দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের অংশ। যদিও দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকা নিয়ে এই অঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে। চীনের জানজিয়াং, সানিয়া ও হংকংয়ের সামরিক বন্দর থেকে বুধবার মহড়ায় অংশগ্রহণকারী বাহিনী রওনা হয়েছে। আগামী ১৫ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে এই যৌথ মহড়া। মোট এক হাজার জনের বেশি সামরিক সদস্য এতে অংশ নিচ্ছেন, যার মধ্যে চীনের পক্ষ থেকে ৭০০ জনের বেশি। এছাড়া যুদ্ধজাহাজ, হেলিকপ্টার ও ড্রোনসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ব্যবহৃত হবে। এটি চীন-মালয়েশিয়ার মধ্যে ষষ্ঠ যৌথ সামরিক মহড়া। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মহড়াটি...