দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ২০ ডিসেম্বর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের নাম ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার (৭ অক্টোবর) প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবর্তনের তারিখ এবং প্রধান অতিথির নাম ঘোষণা করে। উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী জানান, প্রথমে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে আমন্ত্রণ জানানো হলেও তিনি অপারগতা প্রকাশ করায় পরে পররাষ্ট্র উপদেষ্টাকে প্রধান অতিথি করা হয়। তবে উপাচার্যের এই ঘোষণার পরপরই ক্যাম্পাসে তৈরি হয়েছে নানা রকম আলোচনা ও মতপার্থক্য। গ্র্যাজুয়েটদের একাংশ এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, পররাষ্ট্র উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত থাকলে তা বিশ্ববিদ্যালয়ের জন্য রাজনৈতিক...