ঢাকা: ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে অংশ নিতে আসন্ন ১২ অক্টোবর (রোববার) ইতালির রাজধানী রোমে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (৮ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।তিনি জানান, ড. ইউনূস বিশ্ব খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।তিনি বলেন, ‘১২ অক্টোবর রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দেবেন তিনি। পাশাপাশি উচ্চ পর্যায়ে অনেকের সঙ্গে বৈঠকও করবেন।’স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভার বিষয়ে প্রেস সচিব বলেন, ‘সভায় ভিসা জটিলতা থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সে বিষয়ে জোর দেওয়া হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। আশা করি দ্রুত সমাধান হবে।’শিক্ষার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘দেশে অনেক বেশি...