০৮ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ পিএম সাভারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে উদ্বোধন হওয়া কোন প্রকল্প বন্ধ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। বুধবার (৮ অক্টোবর) দুপুরে সাভারে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে বাংলাদেশ বাফেলো এসোসিয়েশন এর উদ্যোগে বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। সারা দেশে মহিষ প্রজনন বৃদ্ধির নানা উদ্যোগ সরকার নিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, সরকার দেশের মানুষের কথা চিন্তা করে আমিষের চাহিদা পূরণ করেছে দেশের মানুষ যাতে করে কোন কিছু থেকে বঞ্চিত না হয় সেজন্য সরকার কাজ করছে। পরে তিনি কেন্দ্রীয় গ্রো প্রজনন দুগ্ধ খামারে কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি উদ্বোধন করেন। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাদের মুহাম্মদ জাবেরসহ আরো অনেকে...