ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে দিল্লির পথে রওনা হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার। ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে এই সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। সদ্য স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নই এই সফরের মূল লক্ষ্য। তবে ব্রিটেন ভারতের সঙ্গে ভিসা চুক্তি করবে না বলে জানিয়েছেন স্টারমার। চলতি বছরের বাণিজ্য চুক্তির পর দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করাই এখন তার মূল লক্ষ্য। বুধবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছেবার্তা সংস্থা রয়টার্স। স্টারমার বুধবার দুই দিনের ভারত সফর শুরু করছেন। এই সফরে তিনি একটি ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে যাচ্ছেন, যারা মে মাসে সম্পন্ন, জুলাইয়ে স্বাক্ষরিত এবং আগামী বছর কার্যকর হতে যাওয়া মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে কাজ করবে। আরও পড়ুনআরও পড়ুনফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করতে সতর্ক করলেন...