দীর্ঘ প্রচারণায় অনেকটা হাঁপিয়ে উঠেছেন প্রার্থী এবং ভোটার সকলেই। অনেকেই বলছেন ২৫ তারিখে এর আগে যে উৎসাহ উদ্দীপনা ছিল এই ধাপে। এতে আনলাইন প্রচারণায় ঝুঁকেছেন ছাত্রশিবির ছিত্রদলসহ অন্যান্য প্যানেলের প্রার্থীরা। প্রতিদিন সকাল ৯ টা থেকে সাড়ে ১১ টা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা থাকায় প্রার্থীরা পাচ্ছেন না ভোটারদের স্বরব উপস্থিতি। তাতে এ্যকাডেমিক ভবন গুলোর সামনে, চায়ের আড্ডায় বা শিক্ষার্থী জমায়েতে ছুটচেন তারা। আর ক্যাম্পাসের প্রায় ৩২ হাজার শিক্ষার্থীর ৭৯ শতাং বাইরে থাকায় অনলাইন প্রচারনায় ঝু্কেছে প্রার্থীরা। তবে সব মিলিয়ে দীর্ঘ প্রচারনায় বেড়েছে প্রচারণার খরচ, প্রভাব পড়ছে পড়াশোনা ও গবেষণাতেও। তবু নিজের ব্যালট নাম্বার ভোটারদের মাঝে চিনিয়ে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাকসু নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। ১৪ সেপ্টেম্বর প্রকাশিত রাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকায় মোট প্রার্থী: ২৪৭ জন।যেখানে ভিপি পদে...