পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ওরাকজাইয়ে গোয়েন্দা তথ্য-ভিত্তিক অভিযানের (আইবিও) সময় একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন মেজরসহ ১১ সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) দেশটির সেনাবাহিনীর মিডিয়া অ্যাফেয়ার্স উইং এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের সেনবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়েছে যে, গত রাতে ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল খোয়ারিজের সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ওরাকজাইয়ে অভিযান পরিচালনা করে। আইএসপিআর আরও জানিয়েছে, অভিযান পরিচালনার সময় ভারতীয় মদদপুষ্ট খাওয়ারিজ বাহিনীর ১৯ সদস্য নিহত হয়। এতে আরও বলা হয়েছে, গুলি বিনিময়ের সময়, ৩৯ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক, যিনি সামনে থেকে তার সৈন্যদের নেতৃত্ব দিচ্ছিলেন, এবং তার সেকেন্ড-ইন-কমান্ড, ৩৩ বছর বয়সী মেজর তৈয়ব রাহাত তাদের নয়জন সেনা নিহত হয়। নিহত অন্য সদস্যরা হলেন- ৩৮ বছর বয়সী নায়েব সুবেদার আজম গুল, ৩৫ বছর...