বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হতে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত ‘সৌদি আরব–বাংলাদেশ বিজনেস সামিট ২০২৫’ ও সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসএবিসিসিআই)-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান। গভর্নর বলেন, “আমি লক্ষ্য করেছি পিআইএফ দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ভারতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। কিন্তু এখনো তারা বাংলাদেশে বিনিয়োগ করেনি। আমার অনুরোধ, সৌদি সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীরা যেন বাংলাদেশেও বিনিয়োগের সুযোগ বিবেচনা করেন।” তিনি আরও বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ব্যাপক সম্ভাবনা রয়েছে। শ্রম, বাণিজ্য ও বিনিয়োগ-এই তিন ক্ষেত্রে দুই দেশের অর্থনীতি একে অপরের পরিপূরক। ড. মনসুর উল্লেখ করেন, “বাংলাদেশ একটি স্থিতিস্থাপক ও দ্রুতবর্ধনশীল অর্থনীতি, যা তিন দশক ধরে নানা বৈশ্বিক ও...