গণভোটে জুলাই সনদের ‘নোট অব ডিসেন্ট’-এর ওপর জনমত নেওয়া যায় কিনা রাজনৈতিক দলগুলোকে তা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বুধবার (৮ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যাপক আলী রীয়াজ বলেন, গোটা দেশ অপেক্ষা করছে যে সকলে মিলে একটি ঐকমত্যের জায়গায় পৌঁছানো যাবে, যার মাধ্যমে সনদ বাস্তবায়নের পথরেখা নির্ধারিত হবে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সুনির্দিষ্ট একটি প্রস্তাব এলে কমিশন সেটাই সরকারের কাছে অনুরোধ করবে এবং তা বাস্তবায়ন হোক, এটাই আমরা চাই। তিনি বলেন, এই প্রচেষ্টায় অনেকদূর অগ্রগতি হয়েছে, এই অর্থে যে গণভোটের ক্ষেত্রে আমরা সকলেই একমতের জায়গায় আসতে পেরেছি। গণভোটের কিছু বিস্তারিত দিক নিয়ে আজকের আলোচনার মধ্যে একটি সমাপ্তি টানা সম্ভব হবে...