শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিমকে প্রত্যাহারের দাবিতে যশোরের পুলিশ সুপারের কাছে স্মারক লিপি দিয়েছে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন (জেডিইউজে)। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দৈনিক লোকসমাজ ও দিনকাল-এর শার্শা উপজেলা প্রতিনিধি, জেডিইউজের নির্বাহী সদস্য এবং বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি-কে গত ১১ সেপ্টেম্বর কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই গ্রেফতার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এক সন্দেহভাজন তৃতীয় লিঙ্গের স্কুলছাত্রের মৌখিক অভিযোগের ভিত্তিতে ওসি আলিম মনিকে থানায় ডেকে নেন। সেখানে বলাৎকারের অভিযোগ উত্থাপন করা হলে মনি সেটিকে সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন। কিন্তু মামলা রেকর্ড করার আগেই ওসি হঠাৎ করে তাকে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে পাঠিয়ে দেন। সাংবাদিক সংগঠনের অভিযোগ, প্রভাবশালী মহলের স্বার্থে তড়িঘড়ি করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। জেডিইউজের পক্ষ থেকে আরও জানানো হয়, মনিরুল ইসলাম...