আবাসন, স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণাকে গুরুত্ব দিয়ে চাকসু নির্বাচনে পৃথক পৃথক ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেল। যেখানে শিবির প্যানেল থেকে ৩৩ দফা ও ছাত্রদল প্যানেল ৮ দফা ইশতেহার তুলে ধরেন। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে ৮ দফা ইশতেহার ঘোষণা করে চাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল। যেখানে শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা, মানসম্মত খাবার ও আবাসনের অধিকার নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদানকে গুরুত্ব দেওয়া হয় ইশতেহারে। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় জানান, নির্বাচিত হলে ৮ দফা বাস্তবায়নে সবাইকে নিয়ে কাজ করা হবে। এর আগে, দুপুরে একইস্থানে পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে ৩৩ দফার ইশতেহার ঘোষণা করে শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট। তারাও আবাসন, যাতায়াত, সেশনজট নিরসনসহ ৯টি...