তার ভাষায়, ‘আমরা আমাদের ইন্টেরিয়র ডিজাইনারকে খুঁজে পাই বিয়ের মাত্র দশ দিন আগে—তিনি এর আগে একই বিল্ডিংয়ের ছয়টি ফ্ল্যাটে কাজ করছিলেন’।আরও পড়ুনআরও পড়ুনমা হওয়ার পর কঠিন সময় পাড়ি দেন দিশা, কিন্তু কেন? জাহির এ সময় ঠিকাদারদের কৃতিত্ব দিয়ে বলেন, তারা মাত্র নয় মাসে কাজ শেষ করতে পেরেছেন। এদিকে, নিজের অদ্ভুত রুচির কথা শেয়ার করে জাহির মজার ছলে বলেন, তিনি সবসময় এমন একটি বেসিন চাইতেন ‘যেখানে পানি একেবারে মাঝখান দিয়ে পড়বে, আর কল ছুঁতে হবে না’ এবং এমন আসবাবপত্র চাইতেন ‘যেটা এতটাই মজবুত যে যেকোনো সময় কেউ তার ওপর দাঁড়িয়ে নাচতে পারবে’। জাহিরের এ কথা শুনে সোনাক্ষী হেসে দেন। যোগ করেন, তিনি ঘরের ইন্টেরিয়রে পরিষ্কার-সাদা একটি থিমই বেশি পছন্দ করেন, যা তার সরল অথচ মার্জিত রুচিকে প্রতিফলিত করে। বিয়ে করার আগে...