শরীয়তপুরের সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন টিকাদান নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। শরীয়তপুরে আগামী ১২ অক্টোবর থেকে প্রায় ৪ লাখ শিশু, কিশোর-কিশোরীকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। শরীয়তপুরের সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন বুধবার (৮ অক্টোবর) সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। সিভিল সার্জন বলেন, ‘‘বিশ্বের যে সকল দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য ও পানির সংকট রয়েছে, সেই সকল দেশে এই টিকাদান কর্মসূচি চালু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে আফ্রিকার কয়েকটি দেশসহ দক্ষিণ এশিয়ার পাকিস্তান, শ্রীলংকা ও বালাদেশে টাইফয়েড টিকাদান কর্মসূচি চালু হয়েছে।’’আরো পড়ুন:কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে ৭ সাপ, আতঙ্কে স্বাস্থ্যকর্মীরামেঘনা নদীতে পুলিশের ওপর চাঁদাবাজদের হামলা, আহত ৫ কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে ৭ সাপ, আতঙ্কে স্বাস্থ্যকর্মীরা তিনি আরো জানান, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলার স্থায়ী ১ হাজার ৭৩৩টি এবং অস্থায়ী ১...