বরিশালের গৌরনদীতে এক কলেজছাত্রকে ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা করেন। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার আসামিরা হলেন- মাসুদ সরদার, নিলয় আহমেদ ও ইমন।আরো পড়ুন:পাবনায় বৈষম্যবিরোধী মামলায় ১৩৬ জনের বিরুদ্ধে চার্জশিটফেনীতে শিশু হত্যা মামলায় সাত বছরের কারাদণ্ড পাবনায় বৈষম্যবিরোধী মামলায় ১৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট পুলিশ জানায়, ধর্ষণের পর বাড়ি ফিরলে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে...