ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে কীভাবে নির্বাচন হবে, তা নির্ধারণ করবে দেশের জনগণ। তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের পর্যবেক্ষক পাঠাবে বলে জানিয়েছে। নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হওয়ার প্রত্যাশা ইইউ প্রতিনিধি প্রকাশ করেছেন।তিনি বলেন, শুধু ইইউ নয়, আন্তর্জাতিক মহলও একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়।বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আমির খসরু।তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু ঘনিয়ে এসেছে, তাই নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব হস্তান্তরের বিষয়ে আলোচনা হয়েছে। তিন মাস পরে অপেক্ষা না করে আগেভাগেই প্রস্তুতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে বৈঠকে।অতীতের বাণিজ্যিক সম্পর্ক অটুট রাখার পাশাপাশি গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে প্রতিটি...