বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের মন্তব্যকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত সফররত বাংলাদেশি সাংবাদিকদের কাছে করা ভারতীয় পররাষ্ট্র সচিবের মন্তব্য অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। কারণ নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’ ভারত সরকারের আমন্ত্রণে দিল্লি সফরে আছেন বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সদস্যরা। সফরের অংশ হিসেবে গত ৬ অক্টোবর দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে কথা বলেন তারা। উঠে আসে বাংলাদেশে ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনের বিষয়টিও। দুই দেশের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ব্রিফ করেন ভারতের পররাষ্ট্র সচিব। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয়, বিচারপ্রক্রিয়া, জাতীয় নির্বাচন, সীমান্ত হত্যা-সহ সব বিষয়ে তুলে ধরেন ব্যাখ্যা। বাংলাদেশে দ্রুত অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা প্রতিবেশী দেশটির।...