মৌলভীবাজার:তথ্য অধিকার আইন, ২০০৯ এর সঠিক বাস্তবায়ন ও নাগরিকদের তথ্যপ্রাপ্তি সহজতর করার অঙ্গীকার করেছেন শ্রীমঙ্গলের সেবাপ্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।মঙ্গলবার সকালে ‘‘ডিজিটাল যুগে পরিবেশসংক্রান্ত তথ্যে অভিগম্যতা নিশ্চিতকরণ” এই প্রতিপাদ্য নিয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মলেন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সনাক-শ্রীমঙ্গলের সহ-সভাপতি কাজী আছমা আক্তার আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. আবু বকর এর সঞ্চালসায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানে বক্তব্য রাখেন সনাক সদস্য ও উপজেলা দুপ্রক সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য উপকমিটির আহবায়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এবং টিআইবি’র সুপারিশমালা উপস্থাপন করেন ইয়েস সদস্য ইমন গোস্বামী।নিউজজি/নাসি মৌলভীবাজার:তথ্য অধিকার...